প্যারিস ও বেইরুট: ফ্রান্সের নিসে বৃহস্পতিবারের অকল্পনীয়, নৃশংস হত্যালীলাতেও আইসিস! বাস্তিল ডে উদযাপন অনুষ্ঠানে ভিড়ের মধ্যে ট্রাক চাপা দিয়ে ৮৪ জনকে মেরে ফেলেছে তারাই, দাবি এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর। ওই ভয়াবহ ঘটনার দায় নিয়েছে তারা। জিহাদি গোষ্ঠীটির অনুমোদন পাওয়া সংবাদ সংস্থা ‘আমাক’ এ খবর দিয়েছে। শোনা যাচ্ছিল, গতকালের নৃশংস গণহত্যা ঘটানো মহম্মদ লাহুআয়াজ বুহলেল নামে ৩১  বছরের তিউনিসিয় যুবক একাই ছিল। সে কোনও সংগঠনের লোক নয়। কিন্তু আইসিস-এর নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্রকে উদ্ধৃত করে ‘আমাক’ জানিয়েছে, ‘আইসিস মোকাবিলায় যুক্ত সংশ্লিষ্ট জোটের সদস্য দেশগুলির ওপর হামলা চালানোর ডাকে সাড়া দিয়েই’ তাদের ‘সেনানিদের’ মধ্য থেকে একজন বৃহস্পতিবারের হত্যালীলা ঘটিয়েছে।


 

এদিকে নানা সূত্র থেকে তথ্য জোগাড় করে বুহলেলের  ব্যাপারে একটা স্পষ্ট চিত্র তৈরির চেষ্টা করছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে অতীতে ছুটকো অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেই তার কোনও যোগসূত্র মেলেনি। আজ তার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে চারজনকে গতকাল রাত থেকে গ্রেফতার করা হয়েছে। জেরা করা হচ্ছে ওই তিউনিসিয় যুবকের প্রাক্তন স্ত্রীকেও। বুহলেলের সঙ্গে সম্ভবত ইসলামি মৌলবাদের যোগ ছিল বলে অনুমান ফরাসি প্রধানমন্ত্রীর। যদিও দেশের অভ্যন্তরীণ মন্ত্রী এখনই এমন সিদ্ধান্তে আসার সময় হয়নি বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট ওঁল্যাদ প্যারিসে নিরাপত্তা পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক ডাকার পর দেশের সশস্ত্র বাহিনীর শাখাগুলির মাথাদের সঙ্গেও কথা বলেছেন।