মসুল:  মসুলে হারিয়ে মরণ কামড় জঙ্গি সংগঠন আইএসএসের। ইরাকি বাহিনী দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের দখল নিয়ে নেওয়ার পরও এবার মহিলা আত্মঘাতী বোমারুদের দিয়ে পাল্টা আঘাত হানল আইএস।

মসুল থেকে আইএস জঙ্গিদের তাড়ানোর কাজ দ্রুততার সঙ্গে এখন শেষের দিকে নিয়ে যাচ্ছে ইরাকি সেনা। গোপন ঘাঁটিতে লুকোনো আইএস জেহাদিদের নিকেশ করার অভিযান চালাচ্ছে। সংঘর্ষের মাধে সাধারণ মানুষ এখন শহর ছেড়ে পালাচ্ছেন। তাদের ভিড়ে আত্মগোপনকারী আইএসের দুই মহিলা আত্মঘাতী জঙ্গি ইরাকি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাল। এদিন সকালের এই ঘটনায় এক ইরাকি সেনার মৃত্যু। জখম বেশ কয়েকজন।

এছাড়াও ইরাকের অন্যান্য স্থানেও আইএস হানা চলছেই।

ইরাকের পশ্চিমের আনবার প্রদেশে গৃহহারাদের একটি শিবিরে গতকাল বোরখা পরিহিতএক  আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়।

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মসুলের প্রায় পুরোটাই আইএসের কব্জা থেকে উদ্ধার করে নিয়েছে ইরাকি সেনা। মাত্র ১ বর্গ কিলোমিটার অঞ্চলে এখনও টিকে রয়েছে তারা।

এই অবস্থায় মহিলাদের দিয়ে আত্মঘাতী হামলার কৌশল আইএস নিয়েছে বলে ইরাক সেনার এক আধিকারিক সার্জেন্ট আলি আবদুল্লা হুসেন জানিয়েছেন।

হুসেন বলেছেন, মসুলে আল নুরি মজসিদের সামনে হামলা চালায় আইএসের দুই মহিলা আত্মঘাতী জঙ্গি। একটা বাড়ির বেসমেন্ট থেকে বেরিয়ে এসে তারা নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেয়।

উল্লেখ্য, আল নুরি মসজিদেই ২০১৪-র জুলাইতে আইএস খিলাফতের ঘোষণা করেছিল জঙ্গি সংগঠনের প্রধান আবু বকর আল বাগদাদি। গত সপ্তাহে ইরাকি হানার মূল্য লক্ষ্য ছিল এই মসজিদের দখল আইএসের হাত থেকে কেড়ে নেওয়া।