বেজিং: গায়ের চামড়া গাছের ছালের মত। গ্রামের লোক নাম দিয়েছে ‘বাকল মানুষ’। সংক্রমণের ভয়ে ৫৮ বছরের লি সিশিয়ানকে এক ঘরেও করেছে তারা।
লি চিনের হেনান প্রদেশের বাসিন্দা। অদ্ভুত এই ত্বকের রোগ তাঁর জীবনই বদলে দিয়েছে। মাথা থেকে পিঠ, দুই পা- সর্বত্র ছড়িয়ে পড়েছে অসুখ। গা ফেটে যাচ্ছে মাঝে মধ্যেই, শক্ত, খসখসে এই চামড়া গ্রাস করছে শরীরের অন্যত্র। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগ এক ধরনের সোরিয়াসিসের চরম পর্যায়, এর কোনও উপশম তাঁদের জানা নেই।
লি জানিয়েছেন, কিশোর বয়সে চুল কাটার সময় নাপিত তাঁর মাথার তালু খানিকটা কেটে ফেলে। কাটা জায়গা থেকে বেরিয়ে আসে অদ্ভুত ধরনের পুঁজ। তারপরেই মাথার চামড়া হয়ে যায় গাছের ছালের মত, সেখান থেকে ছড়িয়ে পড়ে পিঠে, পায়ে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রোগের কোনও চিকিৎসা না থাকলেও তাঁর ত্বকের অবস্থার কিছুটা হলেও উন্নতি সম্ভব। চিন সরকার তাঁর চিকিৎসার খরচও দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আত্মীয়-বন্ধু বিবর্জিত হয়ে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন লি। তাঁর গ্রামের মানুষই বেশ খানিকটা দূরে তাঁর জন্য বাড়ি তৈরি করে দিয়েছেন। আশঙ্কা, কাছাকাছি থাকলে পাছে তাঁরাও আক্রান্ত হন এই রোগে!
গায়ের চামড়া গাছের ছালের মত, গ্রামের মানুষ এক ঘরে করেছে এই চিনা বৃদ্ধকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2017 10:39 AM (IST)
ছবি: ইউটিউব
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -