জেরুজালেম: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ করল পুলিশ। ১৪ মাস ধরে তদন্ত করার পর আজ পুলিশ জানিয়েছে, নেতানেয়াহুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে নারাজ।
ইজরায়েলের দু’বারের প্রধানমন্ত্রী নেতানমেয়াহু। তাঁর বিরুদ্ধে যে দু’টি দুর্নীতির অভিযোগ উঠেছে, তার প্রথমটি হল উপহারের বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়া এবং দ্বিতীয়টি হল নিজের পক্ষে সুবিধাজনক খবর প্রচারের জন্য একটি সংবাদপত্রের প্রকাশকের সঙ্গে গোপন চুক্তি। পুলিশ জানিয়েছে, গত ১০ বছরে প্রায় তিন লক্ষ মার্কিন ডলারের উপহার গ্রহণ করেছেন নেতানমেয়াহু।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার সরকারের স্থায়িত্ব নিয়ে কোনও সংশয় নেই। আমার বা অন্য কারও নির্বাচন এগিয়ে আনার পরিকল্পনা নেই। আমরা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ইজরায়েলের মানুষের জন্য কাজ চালিয়ে যাব। ইজরায়েলের মানুষ আমাকে নেতা নির্বাচিত করেছেন। আমি সেই আস্থার মর্যাদা দিয়ে দায়িত্ব পালন করব। গত কয়েক বছরে আমার বিরুদ্ধে অন্তত ১৫ বার তদন্ত হয়েছে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। এবারও তদন্তে কিছুই পাওয়া যাবে না।’
দুর্নীতির অভিযোগ, বিপাকে ইজরায়েলের প্রধানমন্ত্রী, পদত্যাগে নারাজ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Feb 2018 09:09 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -