ওয়াশিংটন: সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার। ওয়াশিংটন জঙ্গি দমনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছে। আমেরিকা বলেছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আইএসআই। এমন চললে পাকিস্তানে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস ও বিধ্বস্ত করতে একতরফা পদক্ষেপ নিতে দ্বিধা করবে না আমেরিকা।

মার্কিন কাউন্টারিং দ্য ফিনান্সিং অফ টেররিজম-এর কার্যনির্বাহি আন্ডার সেক্রেটারি অ্যাডাম জুবিন ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেছেন, পাকিস্তান সরকারের কিছু শক্তি, বিশেষ করে আইএসআই, সেদেশে সক্রিয় সমস্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এটা একটা সমস্যা।

জুবিন বলেছেন, আমেরিকা বারেবারেই পাকিস্তানকে সেদেশ সক্রিয় সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। এ জন্য আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত। জঙ্গিদের আর্থিক সাহায্য ও তাদের কার্যকলাপ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ ক্ষেত্রে কোনও সংশয়ের অবকাশ থাকা উচিত নয় যে, প্রয়োজন পড়লে জঙ্গি নেটওয়ার্কগুলি ধ্বংস ও বিধ্বস্ত করতে একতরফা ব্যবস্থা নিতে আমেরিকা দ্বিধা করবে না।

পল এইচ নিত্জে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এ বক্তব্য রাখতে গিয়ে একইসঙ্গে জুবিন বলেছেন, বিভিন্ন বিষয়ে পাকিস্তান আমেরিকার সন্ত্রাসদমন অভিযানের গুরুত্বপূর্ণ শরিক। তিনি বলেছেন, পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার হয়েছে। তাদের স্কুল, বাজার ও মসজিদে জঙ্গি হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান জঙ্গি দমন অভিযান করেছে। উত্তর-পশ্চিম জঙ্গিদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত এলাকায় চলতি অভিযানে পাকিস্তান সাফল্য পেয়েছে। পাকিস্তান আইএসআইএল-কে সরকারিভাবে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে।

পাশাপাশি জুবিন বলেছেন, এরপরও জঙ্গিগোষ্ঠীগুলিকে আইএসআই-এর মদতের সমস্যাটি রয়েই গিয়েছে। জঙ্গি দমনে এ ধরনের অবস্থান আমেরিকা মেনে নেবে না বলেও সাফ জানিয়েছেন জুবিন।