লন্ডন: সিরিয়ায় ড্রোন হামলা চালানো মার্কিন সেনাকর্মীদের নামের তালিকা প্রকাশ করে তাঁদের হত্যা করার জন্য সমর্থকদের নির্দেশ দিল ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী।


ব্রিটেনের একটি সংবাদপত্র জানিয়েছে, আইএস-এর হ্যাকিং বিভাগ অনলাইনে ৭০ জনেরও বেশি মার্কিন সেনার নাম, ঠিকানা, ছবি প্রকাশ করেছে। তাঁরা যেখানেই থাকুন না কেন, সেখানেই তাঁদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রকেও নিজেদের লোক ঢুকিয়ে গোপন খবর জেনে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আইএস। এই জঙ্গিগোষ্ঠীর দাবি, তারা ভবিষ্যতে ব্রিটেনের বিমানবাহিনীর ড্রোন বিভাগের কর্মীদের নামও জেনে যাবে।

ব্রিটেনের ওই সংবাদপত্র জানিয়েছে, আইএস যে তালিকা প্রকাশ করেছে তার সবকটি নামই আসল। তবে তারা হ্যাকিং করেছে কি না বোঝা যাচ্ছে না। কারণ, সোশ্যাল নেটওয়ার্ক সাইট, সংবাদপত্র থেকেই মার্কিন সেনাদের নাম, ঠিকানা, ছবি পাওয়া যায়।