ইস্তানবুল: বর্ষবরণের রাতে জঙ্গি হামলার রক্তাক্ত তুরস্ক। সান্টা ক্লজের পোশাকে ইস্তানবুলের নাইটক্লাবে হামলা আততায়ীর। রেইনা নাইট ক্লাবে নিউ ইয়ারের পার্টিতে আচমকা গুলিবৃষ্টি। সেইসময় নাইট ক্লাবে ৭০০ জন ছিলেন। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। জখম ৪০। হামলা থেকে বাঁচতে সংলগ্ন নদীতে ঝাঁপ দিলেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
প্রাদেশিক সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই জানিয়েছে। প্রাদেশিক গভর্নর বলেছেন, ক্লাবে ঢোকার আগে আততায়ী এক পুলিশ কর্মী ও সাধারন মানুষকে হত্যা করে। তার সঙ্গে ছিল লং-ব্যারেল বন্দুক। গভর্নর বলেছেন, রাত পৌনে দুটো নাগাদ বর্ষবরণের উত্সবে সামিল নিরীহ মানুষের ওপর ওই আততায়ী নৃশংস হামলা চালায়।
আততায়ী এখনও নাইট ক্লাবের মধ্যেই ঘাপটি মেরে রয়েছে বলে আশঙ্কা। পুলিশ নাইট ক্লাবটি ঘিরে ফেলেছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২০১৬-তে ইস্তানবুল ও আঙ্কারায় আইএস জঙ্গি বা কুর্দিস বিদ্রোহীদের একাধিক হামলায় ১৮০ জনের মৃত্যু হয়েছে।
বর্ষবরণের রাতে জঙ্গি হামলায় রক্তাক্ত তুরস্ক, 'সান্টার পোশাকে' নাইট ক্লাবে হামলা, নিহত ৩৫
ABP Ananda, web desk
Updated at:
01 Jan 2017 09:01 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -