রিও ডি জেনিরো: স্ত্রীর পুলিশ প্রেমিকের হাতে খুন হলেন ব্রাজিলে গ্রিসের রাষ্ট্রদূত কাইরিয়াকোস আমিরিডিস (৫৯)। অভিযুক্ত পুলিশ অফিসার সার্জিও গোমেজ মোরেইরা ও তাঁর এক আত্মীয় এবং খুন হওয়া গ্রিক রাষ্ট্রদূতের স্ত্রী ফ্র্যাঙ্কোইজ ডিসুজা অলিভিয়েরাকে গ্রেফতার করা হয়েছে। খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ অফিসার। অলিভিয়েরা সরাসরি খুনের সঙ্গে জড়িত না থাকলেও, তিনি এ বিষয়ে সব জানতেন বলে স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালেই ব্রাজিলে গ্রিসের রাষ্ট্রদূত হন আমিরিডিস। ২১ ডিসেম্বর থেকে তিনি স্ত্রীর সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। ৯ জানুয়ারি তাঁদের ব্রাসিলিয়ায় ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই প্রেমিকের সঙ্গে ছক কষে আমিরিডিসকে খুন করলেন অলিভিয়েরা। তিনি পুলিশকে জানান, তাঁর স্বামী নিখোঁজ। এর পরের দিনই একটি গাড়ি থেকে আমিরিডিসের অগ্নিদদ্ধ দেহ উদ্ধার হয়। অলিভিয়েরার বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে আরও জেরা করেন পুলিশ আধিকারিকরা। এরপরেই খুনের কথা স্বীকার করেন তিনি। তাঁর বয়ান অনুসারে মোরেইরা ও তাঁর আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। এই দু জন সরাসরি খুনের সঙ্গে জড়িত।
অলিভিয়েরা ও আমিরিডিস যে বাড়িতে ছিলেন, সেখানে সোফায় রক্তের দাগ পাওয়া গিয়েছে। সেটা দেখেই তদন্তকারীদের অনুমান ছিল, গ্রিক রাষ্ট্রদূতকে খুন করে একটি গাড়ি ভাড়া করে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে জেরার মুখে মোরেইরা স্বীকার করেছেন, প্রথমে আমিরিডিসের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এরপর নিজের বন্দুক থেকে গুলি করে তিনি খুন করেন। এই হত্যায় সাহায্য করার জন্য মোরেইরার আত্মীয়কে ২৫ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন অলিভিয়েরা।
ব্রাজিলে স্ত্রীর পুলিশ প্রেমিকের হাতে খুন গ্রিক রাষ্ট্রদূত
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2016 05:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -