ইতালিতে ভূমিকম্প, ধস, ক্ষতিগ্রস্থ পাহাড় লাগোয়া হোটেল, ৩০ জনের মৃত্যুর আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jan 2017 04:14 PM (IST)
রোম: ইতালিতে ভূমিকম্প। তার সঙ্গে ভয়াবহ ধস। আর তার জেরেই পাহাড় লাগোয়া হোটেলগুলির মারাত্মক ক্ষতি হয়েছে। ৩০ জনের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করছে সেখানকার স্থানীয় প্রশাসন। ইতালির সিভিল প্রটেকশন এজেন্সিও এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে, সেখানকার পাহাড় লাগোয়া হোটেল রিগোপিয়ানো এইমুহূর্তে দু মিটার পুরু বরফের তলায় ঢাকা পড়ে রয়েছে। জরুরিকালীন তৎপরতায় সেখান থেকে বরফ সরানোর কাজ শুরু হয়েছে। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে তৈরি রাখা হয়েছে। গতকালের ভূমিকম্প ও তারপর ধসের সময় হোটেলে তিরিশ জন পর্যটক সহ হোটেলকর্মী ছিল। তারা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। পাহাড় লাগোয়া এই হোটেলটি ভূমিকম্পের উৎসস্থল মন্টেরিল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬-র অগাস্টে ভয়াবহ ভূমিকম্পে এই গ্রামেরই ৩০০ জন মানুষের মৃত্যু হয়।