ওয়াশিংটন: চলে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক গাঢ় এবং দৃঢ় করার জন্যে তাঁকে ধন্যবাদ জানাতেই এই ফোন, খবর হোয়াইট হাউস সূত্রে।
ওবামা মোদীকে বুধবার ফোন করে বলেন, তাঁর জন্যে প্রতিরক্ষা, পরমাণু এবং সামাজিক ক্ষেত্রে এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক গভীর থেকে আরও গভীরতর হয়েছে। এছাড়া ২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ওবামা তাঁর ভারত সফরের কথা উল্লেখ করে, এবছরের জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
হোয়াইট হাউস সূত্রে খবর, গতকালের কথোপকথনে ভারত ও মার্কিন মুলুকের মধ্যে যে অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি হয়েছে সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত, ওবামা হলেন অন্যতম আন্তর্জাতিক নেতা যিনি ২০১৪ সালের মে মাসে মোদীর নির্বাচনে জয়ের পর তাঁকে ফোন করে প্রথম শুভেচ্ছা জানান, এবং মোদীকে হোয়াইট হাউসে আসার জন্যেও আমন্ত্রণও জানানো হয়। দুই রাষ্ট্রনেতার ২০১৪ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে দেখাও হয়।
হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, এই দুই রাষ্ট্রনেতার একে ওপরের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রত্যেকের কাছে বড় উদাহরণ হিসেবে থাকা উচিত্।
মোদীকে ফোন ওবামার, ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় করার জন্যে কৃতজ্ঞতা স্বীকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2017 12:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -