ইসলামাবাদ: কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ার পর এবার আইনজীবী বদল করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। খাওয়ার কুরেশির বদলে এবার সওয়াল করবেন অ্যাটর্নি জেনারেল আশতার আউসফ আলি। আন্তর্জাতিক আদালত কুলভূষণের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করায় সমালোচিত হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। কুরেশিকে নিয়োগ করা নিয়েও সমালোচনা হয়েছে। সেই কারণেই আইনজীবী বদল করল পাকিস্তান। অ্যাটর্নি জেনারেল বলেছেন, সেনাবাহিনী সহ সবপক্ষের সঙ্গে আলোচনা করেই ভারতের মোকাবিলা করার জন্য কৌশল স্থির করবে পাক সরকার।

আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের হয়ে সওয়াল করার জন্য কুরেশিকে ৫০ হাজার পাউন্ড দেওয়া হয়েছে বলেছে জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম। কিন্তু এত অর্থ নিয়েও কিছু করতে পারেননি কুরেশি। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের দাবি, কুলভূষণের বিষয়ে আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার মেনে নেওয়া নিয়ে অপপ্রচার করা হচ্ছে। ১৯৬০ সালের সেপ্টেম্বরেই নিঃশর্তে আন্তর্জাতিক আদালতের রায় মেনে নেওয়ার চুক্তিতে সই করেছিল পাকিস্তান। কুলভূষণের মামলায় ভিয়েনা সম্মেলনের চুক্তি লঙ্ঘন করার বিষয়টি বিচার করছে আন্তর্জাতিক আদালত। ফলে বর্তমান পাক সরকারকে দোষারোপ করে লাভ নেই।

অন্যদিকে, পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলি খানের দাবি, সংবিধান ও আইন মেনেই কুলভূষণের মামলার যুক্তিপূর্ণ সমাধান করা হবে। পাকিস্তানে অস্থিরতা তৈরি করার জন্য দেশের শত্রুরা কিছু ব্যক্তিকে অর্থ দিচ্ছে। কুলভূষণকে গ্রেফতার করা না হলে তিনি আরও নাশকতামূলক কাজকর্ম চালাতেন।