ইসলামাবাদ: স্ত্রী, মায়ের সঙ্গে আসন্ন সাক্ষাতের পরই পাকিস্তানে চরবৃত্তি, নাশকতায় যুক্ত থাকার অভিযোগে পাক সেনা আদালতে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের শাস্তি কার্যকর করা হতে পারে, এহেন জল্পনা খারিজ করলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র ডঃ মহম্মদ ফয়সল। সাংবাদিকদের তিনি বলেন, সবাইকে আশ্বস্ত করতে বলছি, কমান্ডার যাদবের মৃত্যুদণ্ড এখনই কার্যকর হওয়ার কোনও বিপদ নেই। তাঁর প্রাণভিক্ষার আবেদনের ওপর এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। 'ইসলামের ঐতিহ্য মেনে একেবারে মানবিকতার' কারণেই পাকিস্তান কুলভূষণ যাদবের স্ত্রী, মাকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে বলে জানান তিনি। ফয়সল বলেন, পাকিস্তান দুজন মহিলাকেই ভিসা দিয়েছে। বিদেশমন্ত্রকে হবে ওঁদের সাক্ষাত্কার। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক কূটনীতিককেও কুলভূষণের সঙ্গে তাঁর মা, স্ত্রীর সাক্ষাতের সময় সেখানে থাকার অনুমতি দেওয়া হবে। ফয়সল এও বলেন, কমান্ডার যাদবের মা, স্ত্রীকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেও রাজি পাকিস্তান। এ ব্যাপারে ভারতের বক্তব্য জানার অপেক্ষা করছি আমরা।
কুলভূষণের গত এপ্রিলে মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হওয়ার পর ভারত আন্তর্জাতিক ন্যয়বিচার আদালতে যায় ভারত। সেই আদালত জানিয়ে দেয়, তারা চূড়ান্ত রায় ঘোষণা না করা পর্যন্ত কুলভূষণের সাজা কার্যকর করা যাবে না।
চরদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যুক্তি দেখিয়ে পাকিস্তান লাগাতার কুলভূষণের সঙ্গে দূতাবাসের যোগাযোগের অনুমতি দিতে ভারতের আর্জি খারিজ করে। তবে ভারতের দাবি, কুলভূষণ মোটেই চর নন, তিনি ব্যবসার সূত্রে ইরানে ছিলেন, সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে।