ওয়াশিংটন: শ্রীনিবাস কুচিভোটলা সহ আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা যে সময় বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন, ঠিক তখনই একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করতে মার্কিন সফরে গেলেন বিদেশসচিব এস জয়শঙ্কর।
এদিন ২ মার্কিন শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন বিদেশসচিব। একজন হলেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার এবং অপরজন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের (মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ) স্পিকার পল রায়ান।
মার্কিন এনএসএ-র সঙ্গে বৈঠককে অতি-গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে কূটনৈতিক মহল। কারণ, মাত্র ১০ দিন আগেই ম্যাকমাস্টারকে এই পদে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে হওয়া ওই বৈঠকে নিরাপত্তা থেকে শুরু করে সন্ত্রাসদমন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে, রায়ানের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর রায়ান জানান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয়ের গণতন্ত্র ও স্বাধীনতার গভীর মূল্যবোধের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে।
সূত্রের খবর, বৈঠকে জয়শঙ্করের সামনে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীমিবাস কুচিবোটলার হত্যা নিয়ে দুঃখপ্রকাশ করেন মার্কিন নিম্নকক্ষের স্পিকার। তিনি বলেন, উভয়পক্ষের উচিত এই সময় একে অপরের পাশে থাকার।
প্রসঙ্গত, এক বিদ্বেষমূলক হামলায় কানসাসের পানশালায় শ্রীমিবাস কুচিভোটলা ও তাঁর বন্ধু অলোক মাদসানিকে গুলি করে প্রাক্তন মার্কিন নৌসেনা কর্মী অ্যাডাম পুরিন্টন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ বছরের শ্রীমিবাসের। গুরুতর জখম হন অলোক। অভিযোগ, গুলি করার আগে ভারতীয়দের উদ্দেশ্যে ‘জঙ্গি’ ও ‘বেরিয়ে যাও দেশ থেকে’ জাতীয় কথা বলে আততায়ী।
প্রসঙ্গত, হোয়াইট হাউসের মসনদে ডোনাল্ড ট্রাম্প আসীন হওয়ার পর থেকে এই নিয়ে ত়ৃতীয়বার মার্কিন-সফরে গেলেন জয়শঙ্কর। চারদিনের সফরে, ট্রাম্প-প্রশাসনের একাধিক শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা জয়শঙ্করের।
সেখানে এইচ-১বি ভিসা ও ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগের বিষয়টি ওয়াশিংটনের সামনে তুলে ধরবেন জয়শঙ্কর বলে জানা গিয়েছে। একইসঙ্গে, উভয় দেশের স্বার্থ জড়িত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হওয়ার কথা।