কায়রো: ইরাকে হারের কথা স্বীকার করে নিল নৃশংস জঙ্গি সংগঠন আইএসআইএস প্রধান আবু বকর আল-বাগদাদি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ‘বিদায়ী বক্তৃতা’য় বাগদাদি অ-আরবীয় যোদ্ধাদের বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেওয়া বা তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরাকি টিভি নেটওয়ার্ক আসসুমারিয়াকে উদ্ধৃত করে আল-আরবিয়া জানিয়েছে, স্বঘোষিত ‘খলিফা’ বাগদাদি গতকাল ‘বিদায়ী বক্তৃতা’ শিরোণামে একটি বিবৃতি আইএসআইআই-এর প্রচারক ও ধর্মগুরুদের মধ্যে বিলি করেছে। নিজেদের দখলে টিকে থাকা মসুলে আইএসআইএস-কে চেপে ধরেছে ইরাকি বাহিনী। এরপরই এই বিবৃতি জারি করেছে বাগদাদি।


নিনেভের ইরাক সরকারের গভর্নরেটের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, জঙ্গি সংগঠনের যোদ্ধাদের যে দফতরগুলি থেকে নিয়ন্ত্রণ করা হত , সেগুলি বন্ধ করে দিতে বলেছে বাগদাদি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতে বাগদাদি অ-আরবীয় নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেওয়া বা দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বাগদাগি এখন অবরুদ্ধ মসুলে রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।পূর্ব সিরিয়া ও উত্তর ইরাকের অধিকাংশ অঞ্চল দখলের পর ২০১৪-তে এই মসুলেই নিজেকে ‘খলিফা’ হিসেবে ঘোষণা করেছিল বাগদাদি।

ইরাক থেকে বহু আইএসআইএস যোদ্ধা এখন প্রতিবেশী সিরিয়ার তাদের দখলীকৃত অংশ চলে গিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ও মার্কিন সাহায্যপুষ্ট ইরাকি বাহিনী মসুল পুনর্দখলে বড়সড় অভিযান শুরু করে। জানুয়ারিতে ইরাকি বাহিনী মসুলের পূর্ব ভাগ দখল করে নেয়। এভাবে আইএসের দখলে থাকা শেষ ইরাকি শহরটি তাদের হাতছাড়া হয়েছিল।