ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ‘রাজাকার’ মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ড কার্যকর করল বাংলাদেশ সরকার। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসিতে ঝোলানো হয় জামাত-ই-ইসলামি প্রধান নিজামিকে।

 

মুক্তিযুদ্ধের সময় নিজের গ্রামে ৪৫০ জনকে সুপরিকল্পিতভাবে হত্যার দায়ে ২০১৪ সালের অক্টোবরে নিজামির ফাঁসির সাজা শোনায় বিশেষ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। কিন্তু গত পাঁচই মে নিজামির প্রাণভিক্ষার আর্জি খারিজ করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এরপরেই ফাঁসি কার্যকর করা হল।

 

নিজামির ফাঁসির জেরে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।