টোকিও: জাপানে ভূমিকম্পে মৃত ৯। আহত সাড়ে সাতশোরও বেশি। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৫। গতকাল রাতে কম্পনের উত্সস্থল ছিল দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু দ্বীপে মাটির ১১ কিলোমিটার গভীরে। ভেঙে পড়েছে কয়েকহাজার ঘরবাড়ি। গৃহহীন অন্তত ১০ হাজার মানুষ।



ধ্বংসস্তূপের তলায় আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা। ক্ষতিগ্রস্ত একটি হাসপাতালও। ভেঙে পড়েছে রাস্তাঘাট।



সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাশিকি শহর। ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় হোন্ডা, ব্রিজস্টোন, মিত্সুবিশি, সোনির মতো বহু নামি সংস্থার দফতর রয়েছে। সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।



কম্পনের পরেই আগুন লেগে একাধিক জায়গায়। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।