টোকিও: জাপান সফরে এসে সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজে হ্যামবার্গার খেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই অতি সাধারণ মধ্যাহ্নভোজে জাপানের একটি দোকানে বার্গারের বিক্রি আচমকাই হু হু করে বেড়ে গিয়েছে।
আবে ট্যুইটারে লিখেছিলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে জাপানে স্বাগত জানাচ্ছি। হ্যামবার্গার খেতে খেতেই আমাদের আলোচনা হবে’।
এরপর ট্রাম্পের ওই মার্কিন খাবার খাওয়ার পর জাপানের টোকিওর এক ছোট ব্যবসায়ী জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টকে খাবার পরিবেশনের দায়িত্ব পেয়েছিলেন টোকিও-র ওই ব্যবসায়ী ইউতাকা ইয়ানাগিসায়া।
তারপর থেকেই বছর ৪০-এর ওই সেফের দুটি বার্গারের দোকানেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাঁরা সবাই ট্রাম্পকে যে ধরনের বার্গার দেওয়া হয়েছিল, সেই বার্গার কিনতে আসছেন।
জানা গেছে, ট্রাম্প ইউতাকার বার্গারের প্রশংসা করেছিলেন এবং তাঁর সঙ্গে করমর্দনও করেছিলেন।
শিনজো আবের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোজের পর জাপানে হুহু করে বাড়ল বার্গারের বিক্রি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2017 05:04 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -