নয়াদিল্লি: নির্ধারিত লাঞ্চ টাইমের তিন মিনিট আগে বেরিয়ে যান জাপানের একটি সংস্থার কর্মী। গত ৭ মাসে তিনি নাকি ২৬ বার এমন করেছেন বলে ধরা পড়েছে। এটা মস্ত অপরাধ মনে করছে অফিস কর্তৃপক্ষ। 'বারবার লাঞ্চ ব্রেক' করায় তাঁর জরিমানা হয়েছে। তিরস্কারও করা হয়েছে তাঁকে।
ওই সংস্থার এক কর্তার বক্তব্য, লাঞ্চের বিরতির সময় বেলা বারোটা থেকে দুপুর একটা। কিন্তু ওই কর্মীকে সময় হওয়ার ঠিক তিন মিনিট আগে বেরিয়ে যেতে দেখা যায়।
৬৪ বছর বয়সি লোকটি কাজ করেন কোবে এলাকার এক ওয়াটারহাউস ব্যুরোয়। সম্ভবত লাঞ্চের খাবার কিনতেই বাড়তি তিন মিনিট সময় হাতে রাখেন তিনি।
শাস্তি হিসাবে তাঁর অর্ধদিবসের বেতন কেটে নেওয়া হয়েছে। এছাড়া এমন 'অসদাচরণে'র জন্য ক্ষমা চাইতে হয়েছে তাঁর ওপরের অফিসারকেও।
কোম্পানির বক্তব্য, জাপানের সরকারি আইন হল, প্রত্যেক কর্মীকে নিজেদের কাজে মনোনিবেশ করতে হবে। ওই কর্মী আইন ভেঙেছেন।
জাপানের ওয়ার্ক কালচার অন্য অনেক দেশের মতো নয়। সেদেশে শ্রমিক, কর্মচারীদের নির্ধারিত সময়ের পরও বেশ কয়েক ঘন্টা খাটতে হয়, লাঞ্চ সারতে হয় কাজের টেবিলে বসেই, এমনকী সপ্তাহশেষেও বাড়তি কাজ করতে হয় বলে ওয়াকিবহাল মহলের দাবি।
অতিরিক্ত পরিশ্রমে মৃত্যুর ঘটনা বোঝাতে আলাদা একটি শব্দই ব্যবহার করা হয় জাপানে। শব্দটি হল কারোসি।
নির্ধারিত লাঞ্চ টাইমের তিন মিনিট আগে বেরিয়ে যান এই কর্মী, আধবেলা মাইনে কাটা গেল জাপানে!
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2018 06:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -