ওয়াশিংটন: আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। ভারতীয় সময় রাত ১০টায় কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠান।বাইডেন শপথ নেবেন রাত সাড়ে ১০টায়। ক্ষমতা হস্তান্তরের আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই হামলা হয় বলে অভিযোগ ওঠে। এরই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে জঙ্গি হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।


আমেরিকার প্রেসিডেন্ট পদের কার্যভার গ্রহণ করার পরই বাইডেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরমধ্যে অভিবাসী, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্তের বদল ঘটানো হতে পারে।

বাইডেনের এক সহকারী বলেছেন, ট্রাম্পের যে সব সিদ্ধান্তের ফলে অন্যান্যদের সঙ্গে প্রাচীর গড়ে উঠেছিল, সেগুলি নস্যাৎ করে দিতে পারেন বাইডেন। এগুলির মধ্যে থাকতে পারে, মুসলিম অধ্যুষিত দেশগুলি থেকে আমেরিকায় আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা প্যারিস জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতার অংশগ্রহণ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যোগদানের মতো বিষয়।

সংবাদসংস্থা এপি-র খবর অনুসাকে, নতুন রাষ্ট্রপতির পক্ষ থেকে এই সব নির্দেশ হস্তাক্ষর  ক্যাপিটালে ( মার্কিন পার্লামেন্ট ভবন) শপথ গ্রহণের পরই করা হতে পারে। উল্লেখ্য, ট্রাম্প প্যারিস জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছিলেন। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংগঠন থেকেও বেরিয়ে আসার ঘোষণা করেছিলেন ট্রাম্প। করোনা মহামারী নিয়ে চিনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষপাতিত্বের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।

গত বছরের মে মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। ট্রাম্প বলেছিলেন, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংগঠনকে বছরে ৪০.৫ কোটি ডলার সাহায্য করে থাকে। এরপরই বছরে মাত্র ৪ কোটি ডলার অনুদান প্রদানকারী চিনের নিয়ন্ত্রন রয়েছে এই সংস্থার ওপর।