কাবুল: ফের রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ একটি ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮। জখম বহু মানুষ। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াহিদ মাজরো। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

কাবুল পুলিশের প্রধান জেনারেল দাউদ আমিন জানিয়েছেন, ওই ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য গিয়েছিলেন বহু মানুষ। সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, কয়েক মাইল দূর পর্যন্ত সব বাড়ির জানলার কাচ ভেঙে যায়। বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থলে যাওয়ার সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু অ্যাম্বুল্যান্সকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে। আইএস এই হামলার দায়স্বীকার করেছে।

ভারত এই হামলার তীব্র নিন্দা করেছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কাবুল ও বাঘলানে কাপুরুষোচিত জঙ্গি হামলার নিন্দা করছে ভারত। এই হামলা বিশেষভাবে নিন্দনীয় কারণ জঙ্গিরা ও তাদের মদতদাতারা ভোটার রেজিস্ট্রেশন সেন্টারকে হামলা চালানোর জায়গা হিসেবে বেছে নিয়েছে। এটা শুধু নিরীহ মানুষের উপরেই নয়, আফগানদের গণতান্ত্রিক অধিকারের উপরেও হামলা। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের লোকজনকে সমবেদনা জানাচ্ছে ভারত। আহতদের আরোগ্য কামনা করছি আমরা। আহতদের চিকিৎসা সহ সবরকম সাহায্য করতে তৈরি ভারত।’

এ বছরের অক্টোবরে আফগানিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। আইএস ও তালিবান গণতান্ত্রিক নির্বাচনের বিরোধিতা করছে। সেই কারণেই নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে দেওয়ার জন্য হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। গত সপ্তাহেও আফগানিস্তানের দু’টি প্রদেশে ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় তিনজন পুলিশকর্মীর মৃত্যু হয়। এরপর আজ শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হল।