কলাইকুণ্ডা: পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন। ফাইটার পাইলট তৈরির আঁতুড়ঘর। উরি হামলা থেকে সার্জিক্যাল স্ট্রাইক...ভারত-পাক চাপানউতোরের আবহে যখন অস্ত্রে শান দিচ্ছে দুই দেশই, তখন যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত কলাইকুণ্ডা। কলাইকুণ্ডা এওসি রাজেশ পুরোহিত এ কথা জানিয়েছেন।

১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছিল ব্রিটিশরা।

১৯৬৫ সালে এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। ৭১-র যুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়েছিল  কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটি। কার্গিল যুদ্ধেও গুজরাত উপকূলের দায়িত্ব দেওয়া হয়েছিল এই বায়ুসেনা ঘাঁটিকেই।

একদিকে যুদ্ধে অংশগ্রহণ, আরেকদিক প্রশিক্ষণ। দুই দিক থেকে সমান পারদর্শী কলাইকুণ্ডা। এখানে তিন ধাপে প্রশিক্ষণ দেওয়া হয় ফাইটার পাইলটদের।