জলন্ধর: সীমান্তে উত্তেজনা চরমে। দু’দেশের মধ্যে সম্পর্ক ক্রমে তিক্ত থেকে তিক্ততর হচ্ছে। কিন্তু গুলির আওয়াজ, বারুদের শব্দেও অটুট মানবিকতা।

গতকাল সন্ধ্যেয় খাওয়ার জলের খোঁজ করতে করতে সীমান্ত পেরিয়ে ভুলবশত ভারতে ঢুকে পড়ে ১২ বছরের এক পাকিস্তানি ছেলে। ছেলেটিকে আজ পাক সেনাদের হাতে ফিরিয়ে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

জানা গিয়েছে, ছেলেটির নাম মহম্মদ তনবীর। পঞ্জাবের ডোনা তেলু মাল বর্ডার পোস্ট পেরিয়ে এদেশে ঢুকে পড়ে সে। আজ সকাল ১১ টা নাগাদ তাকে পাকিস্তানি ট্রুপের হাতে তুলে দেয় বিএসএফ। তারা জানিয়েছে, তৃষ্ণার্ত হয়ে টিউবওয়েলের খোঁজ করতে করতে অসাবধানতাবশত ভারতে ঢুকে পড়ে তনবীর। সারারাত তনবীরকে নিজেদের ক্যাম্পেই রাখে বিএসএফ। এরপর পাকিস্তানি সেনার হাতে তুলে দেওয়া হয় তনবীরকে, যাতে নিজের গ্রাম কাসুর জেলার ধারিতে ফিরিয়ে দেওয়া যায় তাকে।

উল্লেখ্য, গত সপ্তাহেই এক ভারতীয় জওয়ান ভুলবশত পাকিস্তানে প্রবেশ করে। তাঁকে ফেরানোর ব্যাপারে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রতিরক্ষামন্ত্রক। এখন দেখার, বিএসএফ-এর মতোই মানবিক রূপ দেখায় কি না পাকিস্তান।