বেজিং: তার অপরাধ, সে যথেষ্ট লাফালাফি করেনি। তাকে দেখে তেমন মন ভরছিল না দর্শকদের। স্রেফ এই কারণে চিনের ফুজোউ চিড়িয়াখানায় একটি ক্যাঙারুকে পাথর ছুঁড়ে মারা হল।
ঘটনাটি ঘটেছে ফেব্রুয়ারিতে। ১২ বছরের মেয়ে ক্যাঙারুটি সেদিন ঘুমিয়ে পড়েছিল। সে যাতে উঠে পড়ে লাফালাফি করে, তাই প্রাপ্তবয়স্ক দর্শকরা তাকে পাথর ছুঁড়ে মারে। চিড়িয়াখানার কর্মীরা যতক্ষণে তাকে উদ্ধার করেন, ততক্ষণে তার একটি পা কার্যত আলাদা হয়ে গিয়েছে শরীর থেকে।
এতদিন পর এই সপ্তাহে চিনা সংবাদমাধ্যম প্রকাশ করেছে ওই ক্যাঙারুর ছবি। জানা গিয়েছে, অসহায় আহত জন্তুটিকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মারা যায় সে। চিকিৎসকরা জানিয়েছেন, পাথরের একটি খণ্ডের আঘাতে তার কিডনি ফুটো হয়ে যায়, মৃত্যু হয় অভ্যন্তরীণ রক্তক্ষরণে।
চিড়িয়াখানা কর্মীরা দাবি করেছেন, ক্যাঙারুদের বিরক্ত করতে দর্শকদের নিষেধ করা হয়েছিল। সেখান থেকে চলে গেলেও অন্য জায়গা থেকে তারা ওই ক্যাঙারুটিকে পাথর ছুঁড়ে মারে।
তবে এই মর্মান্তিক মৃত্যুর পরেও চিনের চিড়িয়াখানায় জীবজন্তুর ওপর মানুষের হামলা থামেনি। কিছুদিন আগে একই কারণে ৫ বছরের একটি ক্যাঙারুকে জখম করেছে দর্শকরা। পরপর এমন ঘটনার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও সিসিটিভি বসাবে বলে ঠিক করেছে। আর ওই মৃত ক্যাঙারুটিকে রাখা হবে স্টাফড করে, চিড়িয়াখানার মধ্যে। হয়তো এভাবেই পালন করা হবে তার স্মৃতি।
‘যথেষ্ট লাফালাফি করেনি’, চিনের চিড়িয়াখানায় পাথর ছুঁড়ে মারা হল ক্যাঙারুকে
ABP Ananda, Web Desk
Updated at:
24 Apr 2018 02:19 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -