গতকালই নয়াদিল্লিতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারপরেই আজ ব্যাঙ্ককে ‘স্বসদি পিএম মোদি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই যেভাবে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন, তাতে বোঝা যাচ্ছে, তাঁরা ভারতীয় সংসদের সব সদস্যকে সমর্থন করছেন। কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপকে সমর্থন করায় আপনাদের (প্রবাসী ভারতীয়) ধন্যবাদ।’ ভারতকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যেই কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে, তাইল্যান্ডে মোদি
Web Desk, ABP Ananda | 02 Nov 2019 08:45 PM (IST)
গতকালই নয়াদিল্লিতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ব্যাঙ্কক: তাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে গিয়ে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দেশকে সন্ত্রাসবাদ ও মৌলবাদমুক্ত করার লক্ষ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যখন সিদ্ধান্ত ও উদ্দেশ্য ঠিক হয়, তখন সারা বিশ্বে তার প্রতিধ্বনি শোনা যায়। আমি তাইল্যান্ডেও সেই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।’