ইসলামাবাদ: সার্ক বৈঠকের আগে কাশ্মীর নিয়ে ফের সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর মতে, কাশ্মীরে ‘স্বাধীনতা আন্দোলনের নতুন ঢেউ’ এসেছে। এমনকী, কাশ্মীর এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার ইসলামাবাদে বসছে সার্ক গোষ্ঠীভূক্ত রাষ্ট্রগুলির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। যাতে যোগ দিতে পাকিস্তানের রাজধানীতেই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

তার প্রাক্কালে কাশ্মীর নিয়ে শরিফের ‘বোমা’ বৈঠকে ঝড় তুলবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

এদিন তিনদিনের রাষ্ট্রদূতদের সম্মেলনের শেষদিনে বক্তব্য রাখার সময় শরিফের গলায় ফের উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ।

তিনি বলেন, আজ কাশ্মীর স্বাধীনতা আন্দোলনের নতুন ঢেউ প্রত্যক্ষ করছে। এই আন্দোলন তৃতীয় প্রজন্মের কাশ্মীরিদের রক্তে বইছে।

হিজবুল জঙ্গিনেতা বুরহান ওয়ানির মৃত্যুর প্রসঙ্গকে পরোক্ষভাবে টেনে এনে শরিফ যোগ করেন, বিশ্ববাসী সেই ঢেউ গত ৮ তারিখ প্রত্যক্ষ করেছে।

পাক প্রধানমন্ত্রীর মতে, কাশ্মীরি যুবারা আত্ম-নির্ধারণর অধিকার পেতে বলিদানের নতুন অধ্যায় রচনা করেছে।

উপস্থিত রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে শরিফের বার্তা, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে যে কাশ্মীর আর এখন ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।