লন্ডন: করোনার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরেও শেষরক্ষা হল না। ইংল্যান্ডে প্রয়াত হলেন ভারতীয় চিকিৎসক পূর্ণিমা নায়ার।

৫৫ বছর বয়সী পূর্ণিমার জন্ম কেরলে। পরে তিনি দিল্লি থেকে পড়াশোনা করেন। ইংল্যান্ডের ডারহাম কাউন্টির বিশপ অকল্যান্ডের স্টেশন ভিউ মেডিক্যাল সেন্টারে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন স্টকটন-অন-টিসের ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি ছিলেন। পূর্ণিমা ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়ে মৃত দশম চিকিৎসক। ইংল্যান্ডে এখনও পর্যন্ত ৩২ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

হাসপাতাল থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় চিকিৎসক পূর্ণিমা নায়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ বিশপ অকল্যান্ডের সাংসদ ডেহেনা ডেভিসন বলেছেন, ‘প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন পূর্ণিমা। আমাদের চিকিৎসা জগতের বড় ক্ষতি হয়ে গেল।’