ওয়াশিংটন: সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। যদিও অনড় ট্রাম্প। তিনি এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমেরিকায় ইসলামিক সন্ত্রাসবাদের বিপদের যুক্তি দিয়েছেন। উল্লেখ্য, ট্রাম্পের ভোটের প্রচারে আইএসআইএস ও ইসলামিক সন্ত্রাসবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
আমেরিকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বও ট্রাম্পের নীতির সমালোচনায় মুখর হয়েছেন। এই তালিকায় যুক্ত হল রিয়েলটি টিভি শো-র তারকা তথা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী কিম কার্দাশিয়ানও যুক্ত হয়েছেন। একটি ট্যুইটের মাধ্যমে কিম ট্রাম্পের ইসলামিক সন্ত্রাসবাদের যুক্তির অন্তঃসারশূন্যতা তুলে ধরার চেষ্টা করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, সন্ত্রাসবাদের থেকে অন্য ধরনের ঘটনায় মার্কিন নাগরিকদের আকস্মিক মৃত্যু হয় বলে কিম দাবি করেছেন। তাঁর দাবি অনুযায়ী, প্রতি বছর বিছানা থেকে পড়ে গিয়ে অনেক বেশি মার্কিন নাগরিক মারা যান।
এই ট্যুইটে পোস্ট করা গ্রাফিক্সে দেখা যাচ্ছে, প্রতি বছর কোন কোন কারণে মার্কিন নাগরিকদের আকস্মিক মৃত্যু হয়। তালিকা অনুযায়ী, ইসলামিক সন্ত্রাসবাদের কারণে মৃতের সংখ্যা ২, ৫ আর ৯। অন্যদিকে বিছানা থেকে পড়ে মৃতের সংখ্যা ৭৩৭।
চমকপ্রদ পরিসংখ্যান উল্লেখ করে ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞাকে বিঁধলেন কিম কার্দাশিয়ান
ABP Ananda, web desk
Updated at:
03 Feb 2017 12:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -