প্যারিস: ফের সন্ত্রাসের ছায়া ফ্রান্সে। রাজধানী প্যারিসের কাছে ট্র্যাপেস শহরে মা ও বোনকে ছুরি মেরে খুন করল এক সন্দেহভাজন জঙ্গি। তার হামলায় অন্য একজন গুরুতর জখম। হামলাকারীকে গুলি করে মেরেছে পুলিশ। আইএস এই হামলার দায়স্বীকার করেছে। তবে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরার্ড কলম্ব জানিয়েছেন, হামলাকারীর মানসিক সমস্যা ছিল। ২০১৬ থেকেই সন্দেহভাজন জঙ্গিদের তালিকায় তার নাম ছিল। তবে সে আইএস-এর নির্দেশে এই হামলা চালিয়েছে বলে মনে হয় না। জঙ্গি-দমন বিশেষজ্ঞদের বদলে ফ্রান্সের সাধারণ অপরাধের তদন্তকারীরাই এই ঘটনা খতিয়ে দেখছেন। হামলাকারীর ফোন ও কম্পিউটার পরীক্ষা করে দেখা হচ্ছে।

এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, আজ ভোরে প্যারিসের দক্ষিণ-পশ্চিম দিকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ট্র্যাপেস শহরে শুরু হয় এই হত্যাকাণ্ড। বাড়িতেই মা ও বোনকে খুন করে ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা। এরপর হামলাকারী ছুরি হাতে পুলিশকর্মীদের দিকে এগিয়ে যায়। তখন তাকে গুলি করে মারা হয়।