দ্য হেগ ও ইসলামাবাদ: কুলভূষণ যাদবের ফাঁসির ওপর স্থগিতাদেশ জারি করার কোনও এক্তিয়ার নেই আন্তর্জাতিক আদালতের (আইসিজে)। এমনটাই দাবি করল পাকিস্তান।


কুলভূষণ মামলার রায়ের সঙ্গে তারা যে সহমত নয় তা জানিয়ে দিয়েছে পাক বিদেশমন্ত্রক। ইতিমধ্যেই আইসিজে-র ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান।


সেখানে বলা হয়েছে, কুলভূষণ মামলা আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার বহির্ভূত। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকিরার দাবি,  যেহেতু বিষয়টির সঙ্গে তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত, তাই তারা এই রায় মানতে বাধ্য নয়।


জাকিরা যোগ করেন, কুলভূষণের বিরুদ্ধে আরও জোরদার প্রমাণ আছে তাদের হাতে। অবিলম্বে আদালতের কাছে তা পেশ করা হবে। এই প্রসঙ্গে এদিন ভারতের সমালোচনাও করতে ছাড়েননি জাকিরা।

তাঁর দাবি, কুলভূষণের বিষয়টিকে ভারত ‘মানবাধিকার মামলা’ হিসেবে দেখাতে চাইছে। তাঁর আরও দাবি, কাশ্মীর ইস্যু থেকে বিশ্বের নজর ঘোরানোর জন্যই ভারত এই মামলা নিয়ে এত উদ্যোগী হয়েছে।


যদিও, পাকিস্তানের এই দাবি উড়িয়ে এই রায়কে বিরাট জয় বলে মন্তব্য করেছে ভারত। এদিকে, আইসিজে-ও স্পষ্ট করে দিয়েছে, কুলভূষণ যাদবের মামলায় হস্তক্ষেপ করার অধিকার আন্তর্জাতিক আদালতের রয়েছে।


প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় নৌ-সেনা আধিকারিক কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় পাক সামরিক আদালত। যার জেরে প্রতিবাদের ঝড় ওঠে ভারতজুড়ে।


কূটনীতির জল গড়ায় বহুদূর। পাকিস্তানের বিরুদ্ধ করে নেদারল্যান্ডস-এর হেগ-এর আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত। বৃহস্পতিবার তারই রায় বের হল।