সরজভের মতে, রাজনৈতিক কারণেই কূলভূষণকে অপহরণ করে আইএসআই। ভারতের বিরুদ্ধে বালোচিস্তানে হস্তক্ষেপ করার অভিযোগ করে আসছে পাকিস্তান। কিন্তু এতদিন কোনও প্রমাণ ছিল না। এছাড়া ভারতের উপর চাপ বজায় রাখা এবং নিয়ন্ত্রিত যুদ্ধ চালিয়ে যেতে চায় পাকিস্তান। সেই কারণেই এই ঘটনা সাজানো হয়েছে। বালোচিস্তানে পাঁচ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে পাকিস্তান। প্রায় ৩০ হাজার মানুষ নিখোঁজ। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ভারতের।
পাকিস্তানের সামরিক আদালত কূলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তাঁর বিরুদ্ধে চরবৃত্তি ও অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছে। কূলভূষণ এই অভিযোগ স্বীকারও করেছেন বলে দাবি পাক সেনার। কিন্তু বালোচ নেতার এই সাক্ষাৎকারের পর পাকিস্তানের মুখোশ খুলে গেল।