পরিবারের ‘সম্মানরক্ষা’য় গোপনাঙ্গ কেটে, চোখ উপড়ে কিশোরের ওপর নৃশংস অত্যাচার
ABP Ananda, web desk | 12 Apr 2017 11:23 AM (IST)
লাহৌর: পরিবারের সম্মানরক্ষায় ১৫ বছরের এক কিশোরের ওপর নৃশংস অত্যাচার চালাল এক কিশোরীর পরিবার। ওই কিশোরের গোপনাঙ্গ কেটে দেওয়া হয়, উপড়ে নেওয়া হয় চোখ। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এই ঘটনা ঘটেছে। ওই কিশোরের সঙ্গে তাদের মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহ করে এ ধরনের অমানবিক অত্যাচার চালায় পরিবারের লোকজন। নবম শ্রেণীর ওই পড়ুয়া চিরকালের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তবে চিকিত্সকরা কোনওক্রমে তার প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। গতকাল ওই কিশোরের পরিবারের লোকজন লাহৌর শহরের রাইউইন্ড এলাকায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখানোর পর ঘটনার কথা প্রকাশ্যে আসে। পুলিশের কাছে ওই কিশোরের পরিবার এফআইআর দায়ের করেছে। অভিযোগ, কিশোরীর বাবা ও তার সাঙ্গোপাঙ্গোরা ওই কিশোরকে অপহরণ করে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে স্কুল থেকে ফেরার পথে ওই কিশোরকে অপহরণ করে রাভি নদীর কাছে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ওপর নির্মম অত্যাচার চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। কিশোরের বাবর অভিযোগ, পাকিস্তানের শাসক দল পিএমএন-এন-এর এক জনপ্রতিনিধি অভিযুক্তকে মদত দিচ্ছেন। লাহৌর পুলিশ অবশ্য জানিয়েছে, পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তের পর রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে।