দলাইয়ের অরুণাচল সফর সীমান্ত বিরোধ মেটানোয় নেতিবাচক প্রভাব ফেলবে, ভারতকে হুঁশিয়ারি চিনের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2017 03:26 PM (IST)
NEXT
PREV
বেজিং: দলাই লামার সাম্প্রতিক অরুণাচল প্রদেশ সফর সীমান্ত বিরোধ সমাধানের প্রয়াসে নেতিবাচক প্রভাবে ফেলবে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং ভারতকে এমনই হুঁশিয়ারি দিলেন। আজ সাংবাদিক সম্মেলনে চিনা মুখপাত্রটি অভিযোগ করেন, তিব্বতী ধর্মগুরুর 'বিতর্কিত ভূখণ্ডে' সফরকালে তিনি নিজে এবং এক ভারতীয় কর্মকর্তা প্ররোচনামূলক কথাবার্তা বলেছেন। তা ধর্মীয় কার্যকলাপের সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মুখপাত্রটি। প্রসঙ্গত, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু দলাইয়ের সফরের মাঝে বলেছেন, তাঁর রাজ্যের সীমান্ত রয়েছে চিন নয়, কেবলমাত্র তিব্বতের সঙ্গে। খান্ডুর নাম না করেই এতে আপত্তি জানালেন চিনা মুখপাত্রটি।
পাশাপাশি তাঁরা দেশের সার্বভৌমত্ব মজবুত রাখতে আরও পদক্ষেপ করছেন বলেও জানান কাং। বলেন, চিন ভারতের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরা জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক সার্বভৌমত্ব অটুট রাখতে আরও ব্যবস্থা নিচ্ছি।
দলাই লামার 'লজ্জাজনক ভূমিকা' ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধের যথাযথ নিষ্পত্তি ঘটানোর ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিমত জানান তিনি।
উল্লেখ্য চিন বরাবরই দলাই লামার অরুণাচল, বিশেষ করে তাওয়াং সফরের তীব্র বিরোধী। তাদের দাবি, অরুণাচল আসলে তিব্বতের অংশ।
বেজিং: দলাই লামার সাম্প্রতিক অরুণাচল প্রদেশ সফর সীমান্ত বিরোধ সমাধানের প্রয়াসে নেতিবাচক প্রভাবে ফেলবে। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং ভারতকে এমনই হুঁশিয়ারি দিলেন। আজ সাংবাদিক সম্মেলনে চিনা মুখপাত্রটি অভিযোগ করেন, তিব্বতী ধর্মগুরুর 'বিতর্কিত ভূখণ্ডে' সফরকালে তিনি নিজে এবং এক ভারতীয় কর্মকর্তা প্ররোচনামূলক কথাবার্তা বলেছেন। তা ধর্মীয় কার্যকলাপের সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মুখপাত্রটি। প্রসঙ্গত, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু দলাইয়ের সফরের মাঝে বলেছেন, তাঁর রাজ্যের সীমান্ত রয়েছে চিন নয়, কেবলমাত্র তিব্বতের সঙ্গে। খান্ডুর নাম না করেই এতে আপত্তি জানালেন চিনা মুখপাত্রটি।
পাশাপাশি তাঁরা দেশের সার্বভৌমত্ব মজবুত রাখতে আরও পদক্ষেপ করছেন বলেও জানান কাং। বলেন, চিন ভারতের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরা জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক সার্বভৌমত্ব অটুট রাখতে আরও ব্যবস্থা নিচ্ছি।
দলাই লামার 'লজ্জাজনক ভূমিকা' ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধের যথাযথ নিষ্পত্তি ঘটানোর ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিমত জানান তিনি।
উল্লেখ্য চিন বরাবরই দলাই লামার অরুণাচল, বিশেষ করে তাওয়াং সফরের তীব্র বিরোধী। তাদের দাবি, অরুণাচল আসলে তিব্বতের অংশ।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -