ইসলামাবাদ: আন্তর্জাতিক আদালত স্থগিতাদেশ দেওয়ার পর পাকিস্তান ফের একবার জানিয়ে দিল, প্রাণভিক্ষার আর্জির প্রক্রিয়া খারিজ না হওয়া পর্যন্ত ফাঁসির সাজা কার্যকর করা হবে না কুলভূষণ যাদবের।


আন্তর্জাতিক আদালতে পর্যুদস্ত হওয়ার ২ সপ্তাহ পর, কুলভূষণকাণ্ডে মুখ খুলল পাকিস্তান। শুক্রবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, সামরিক আদালত ফাঁসির সাজা শোনালেও প্রাণ ভিক্ষার সুযোগ রয়েছে কুলভূষণের। সেই আবেদন খারিজ না হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না।


যদিও, জাকারিয়া একইসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে আক্রমণ করেন। তাঁর দাবি, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা করছে ভারতীয় সংবাদমাধ্যম। সেখানে আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশের অপব্যাখ্যা ও ভুল মন্তব্যের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।


জাকারিয়া বলেন, সরকারি মদতের জোরে ভারতীয় সংবাদমাধ্যম দুদেশের মানুষকেই বিভ্রান্ত করেছে এই বলে যে, কুলভূষণ মামলায় ভারতের জয় হয়েছে। জাকারিয়ার দাবি, এটা সর্বৈব মিথ্যে। এমনকী, আন্তর্জাতিক ন্যায় আদালতও তা নজরে রেখেছে।


প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতের অভিযোগে গত এপ্রিলে প্রাক্তন ভারতীয় নৌ-সেনা আধিকারিক কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় পাক সামরিক আদালত। যার জেরে প্রতিবাদের ঝড় ওঠে ভারতজুড়ে। পাকিস্তানের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগ-এর আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত।


গত ১৮ মে সেই আদালতে মুখ পুড়েছে পাকিস্তানের। আদালত জানিয়ে দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর করা যাবে না কুলভূষণের মৃত্যুদণ্ড।