নিউ ইয়র্ক: স্ন্যাপচ্যাটের নতুন ডিজাইন নিয়ে বিরক্তি প্রকাশ করে একটি ট্যুইট করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মডেল কাইলি জেনার। তাঁর সেই ট্যুইটের পরেই এই সংস্থার শেয়ারের দর ৬ শতাংশ কমে গেল। ফলে স্ন্যাপচ্যাটের ক্ষতি হল ১০৩ কোটি মার্কিন ডলারের।



স্ন্যাপচ্যাটই প্রথম সোশ্যাল নেটওয়ার্ক সাইট হিসেবে ‘মেসেজ’ ও ‘স্টোরি’ চালু করেছিল। কিন্তু ইনস্টাগ্রাম একই পদ্ধতি অবলম্বন করে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সেই কারণে কৌশল বদল করেছে এই সংস্থা। কিন্তু স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা নতুন ডিজাইনে মোটেই খুশি নন। বিনিয়োগকারীরাও অখুশি ছিলেন। এরই মধ্যে কাইলির ট্যুইটে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তার ফলেই স্ন্যাপচ্যাটের শেয়ারের দর পড়ে যায়।