ওয়াশিংটন: এইচ ওয়ান বি ভিসা অনুমোদনের প্রক্রিয়া আরও কঠিন করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি। ২০১৯ অর্থবর্ষের জন্য এ বছরের ২ এপ্রিলের মধ্যে এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করতে হবে। তার আগেই ভিসা সংক্রান্ত নিয়ম কঠোর করা হল। মার্কিন প্রেসিডেন্ট নিজেদের দেশের কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর নীতি নিয়েছেন। সেই নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এইচ ওয়ান বি ভিসার নিয়ম জটিলতর করা হল। নতুন নীতির ফলে ভিসার আবেদন জানানোর ক্ষেত্রে সংস্থাগুলির ঝক্কি বাড়ল।


নতুন নীতি অনুযায়ী, যে সংস্থা এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন জানাবে, তাদের প্রমাণ করতে হবে, সংশ্লিষ্ট কর্মী থার্ড-পার্টি ওয়ার্কসাইটে নির্দিষ্ট কাজ করবেন এবং সবরকম নিয়ম মেনে চলবেন। কোনও কর্মী যদি এইচ ওয়ান বি ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জানান, তাহলে তাঁকে প্রমাণ করতে হবে, সংশ্লিষ্ট সংস্থা তাঁকে প্রাপ্য বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত থাকাকালীন সব নিয়ম মেনে চলেছেন কি না, সেটাও খতিয়ে দেখা হবে।