লন্ডন: ঘরে-বাইরে চাপের মুখে ক্রমশ কোণঠাসা পাকিস্তান। লন্ডনে পাক দূতাবাসের সামনে পাক অধিকৃত কাশ্মীর-সহ গিলগিট-বালটিস্তান ও বালুচিস্তানের বাসিন্দাদের বিক্ষোভ। অবিলম্বে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিটে জঙ্গি শিবির বন্ধ করার দাবি বিক্ষোভকারীদের। পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট-বালটিস্তান ও বালুচিস্তানে পাক সেনার অত্যাচার বন্ধেরও দাবি জানিয়েছেন তাঁরা।
পাশাপাশি, সাংবাদিক সিরিল আলমেইডার পাকিস্তানের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারির কড়া সমালোচনা করেছে আমেরিকা। জঙ্গিদের আশ্রয় দেওয়ার ইস্যুতে নওয়াজ শরিফ সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্বের গোপন খবর প্রকাশ করায় সাংবাদিক সিরিল আলমেইডার পাকিস্তানের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে ইসলামাবাদ প্রশাসন।