ওয়াশিংটন:  নারী গর্ভপাতের অধিকার (Abortion Rights) কেড়ে নিতে চলেছে আমেরিকা (US Abortion Laws)! এমন চাঞ্চল্যকর দাবি সে দেশেরই সংবাদমাধ্যমের। দেশের সর্বোচ্চ আদালত, আমেরিকার সুপ্রিম কোর্টে (US Supreme Court) গচ্ছিত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়ে গিয়েছে বলে খবর। তাতেই মহিলাদের গর্ভপাতের অধিকার খর্ব করার কথা বলা রয়েছে বলে অভিযোগ দেশের তাবড় সংবাদমাধ্যমের।


গর্ভপাত নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের গোপন নথি ফাঁস!


আমেরিকার সংবাদমাধ্যম Politico জানিয়েছে, তাদের হাতে ওই গোপন নথির খসড়া এসে পৌঁছেছে। তাতে বিচারপতি স্যামুয়েল আলিটোর হস্তাক্ষর রয়েছে। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের উপস্থিতিতে শীর্ষ আদালতে সেটি পেশও করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাতে ১৯৭৩ সালের একটি মামলার রায়ে মহিলাদের গর্ভপাতের অধিকার প্রদানকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।


১৯৭৩ সালের ওই রায়ে, আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের সংবিধানে গর্ভবতী মহিলাদের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার চোখরাঙানি এড়িয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন তাঁরা। Politico-র দাবি, ফাঁস হওয়া খসড়া নথিতে ১৯৭৩ সালের সিদ্ধান্তকে বাতিল করার কথা বলেছেন আলিটো। ওই খসড়া একটি প্রতিলিপি নিজেদের ওয়েবসাইটেও তুলে ধরেছে তারা।


আরও পড়ুন: Parag Agarwal Update: মালিকানা পেয়েই প্রথমে পরাগকে ছাঁটবেন ইলন! দিতে হতে পারে মোটা টাকা ক্ষতিপূরণ


বিগত কয়েক মাস ধরেই আমেরিকায় নাগরিকদের প্রজনন অধিকার নিয়ে কাটাছেঁড়া চলছে। ইতিমধ্যে গর্ভপাতের উপর নিষেধাজ্ঞাও বসানো হয়েছে বেশ কয়েকটি প্রদেশে। গত বছর ডিসেম্বরে মিসিসিপিতে ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করতে আইন আনা হয়, যাতে সম্মতি জানাতে দেখা যায় শীর্ষ আদালতকে। এ বছর জুন মাসে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।


গর্ভপাতের অধিকার নিয়ে তুঙ্গে বিতর্ক


মূলত দক্ষিণপন্থী রিপাবলিকানরাই গর্ভপাতের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের মধ্যে তিন জন আবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মনোনীত, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যিনি নিজে গর্ভপাতের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার পাশাপাশি, তাতে ভাষণও দেন। জো বাইডেন (Joe Biden) নেতৃত্বাধীন ডেমোক্র্যাটরা যদিও লাগাতার তার বিরোধিতা করে আসছেন।