নয়াদিল্লি: বিক্রিবাটার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই টুইটারকে (Twitter Deal) নতুন করে সাজাতে তৈরি ইলন মাস্ক (Elon Musk)। তার জন্য পুরনো অনেক কিছুই বাদ দিতে চলেছেন তিনি। সেই তালিকায় প্রথমেই মাইক্রো ব্লগিং সাইটের বর্তমান CEO, ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Parag Agarwal) রয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনছেন ইলন। এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও, যোগ্য বেশ কয়েক জনকে বেছে রেখেছেন তিনি। মালিকানা হাতবদল হওয়া মাত্রই পরাগকে সরিয়ে নতুন CEO নিয়োগ করবেন।
পরাগকে টুইটারের দায়িত্ব থেকে সরাবেন মাস্ক!
টুইটার কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলাকালীন, এপ্রিল মাসেই টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের সঙ্গে এ নিয়ে ইলনের কথা হয়েছিল। সূত্রের খবর, সেই সময়ই ইলন জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান টুইটার ম্যানেজমেন্টের উপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর। তাই মালিকানা বদল না হওয়া পর্যন্তই টুইটার CEO পদে পরাগের মেয়াদ বলে খবর। গত বছর নভেম্বরেই তিনি দায়িত্ব পেয়েছিলেন হাতে। পরাগের জায়গায় কাকে নিযুক্ত করবেন ইলন, তা যদিও স্পষ্ট নয়। তবে এক-দু’জন নন, টুইটারের দায়িত্ব হাতে পেতে কয়েক দিস্তা বায়োডেটা জমা পড়েছে বলে খবর।
তবে মাস্ক জমানায় টুইটারের CEO থাকুন বা না থাকুন, কোনও ক্ষেত্রেই পরাগের লাভ বই ক্ষতি নেই বলে মনে করা হচ্ছে। কারণ কর্পোরেট গবেষণা সংস্থা ইক্যুইলারের দাবি, টুইটারের সঙ্গে চুক্তি অনুযায়ী, নিযুক্তির ১২ মাসের মধ্যে সরানো হলে তাঁকে ৪ কোটি ২০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন কর্তৃপক্ষ, সে মালিকানা যাঁর হাতেই থাকুক না কেন।
আরও পড়ুন: WhatsApp Update: ভারতে মার্চে ১৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী জানেন ?
তবে এ নিয়ে জল্পনায় কোনও ভাবেই ইন্ধন জোগাতে নারাজ পরাগ। তাই ইলনের তরফে উস্কানিমূলক মন্তব্য উড়ে এলেও, বিনম্র ভাবেই তার জবাব দিয়েছেটন পরাগ। সম্প্রতি সরাসরি পরাগকে ট্যাগ করে ইলন লেখেন, ‘টুইটারের বর্তমান CEO-র প্রতি সমব্যথী আমি। পরাগ আগরওয়াল অনেক পরিকল্পনা নিয়ে এসেছিলেন। কিন্তু বাকিদের মতো তিনিও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’ জবাবে পরাগ লেখেন, ‘ধন্যবাদ, তবে আমাকে সমবেদনা জানাতে হবে না। পরিষেবা বজায় রাখা এবং আরও উন্নতি করাই গুরুত্বপূর্ণ।’
চাকরি যাওয়ার আশঙ্কার কর্মীরাও
ইলনের হাতে টুইটারের মালিকানা উঠলে কত জনের চাকরি যাবে, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার কর্মীদের সঙ্গে বৈঠকে সেই নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় পরাগকে। তবে এখনই নিশ্চিত করে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানান পরাগ। তাঁর দাবি, টুইটার বরাবর কর্মীদের প্রাধান্য দিয়েছে। আগামী দিনেও তেমনই চলবে। নেতৃত্বে রদবদল হওয়া ছাড়া তেমন কোনও প্রভাব পড়বে না বলে কর্মীদের আশ্বাস দেন তিনি।