বিস্ফোরণের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি মিয়া। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলতে গিয়ে নিজেও কেঁদে ফেলেন তিনি। বেইরুট শহরেই মিয়ার জন্ম। যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেই এলাকা হাতের তালুর মতো চেনা তাঁর। এমন একটা ভয়াবহ ঘটনার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়ে দেশের জনপ্রতিনিধিদের পদত্যাগ করার দাবিও তিনি জানান।
নিজের পোস্টের সঙ্গে এক লেবানিজ তরুণীর বিয়ের আগের ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন মিয়া। যখন বিস্ফোরণ ঘটে এই মহিলা ব্রাইডাল ফটোশ্যুট করছিলেন।আচমতা বিস্ফোরণের তীব্র শব্দে প্রাণ বাঁচাতে ছুটে পালাতে দেখা যায় ওই তরুণীকে। এই মেয়েটির জন্যও কেঁদে ফেলেন মিয়া।