লাহোর: পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে খতম হল ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর হামলায় জড়িত চার লস্কর-ই-জঙ্গভি (এলইজে) জঙ্গির।
সংবাদসংস্থার সূত্রে খবর, সাত জঙ্গি লাহোরের মানাওয়ান অঞ্চলে অবস্থিত সিআইডি দফতরে হামলা চালায়। পঞ্জাব প্রদেশের সিআইডি-র মুখপাত্র জানান, হামলার মুখে রুখে দাঁড়ায় পুলিশ। পাল্টা গুলিতে চার জঙ্গির মৃত্যু হয়। আরও তিন জঙ্গি পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিহত জঙ্গিরা হল জুবায়ের ওরফে নায়েক মহম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান আরশাদ এবং আতিকুর রহমান। সিআইডি-র মতে, ২০০৮ সালে লাহোরের মুন মার্কেটে হামলা এবং ২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসে হামলায় জড়িত ছিল এই জঙ্গিরা।
নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। গত জুন মাসে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইজে-র আরও ৬ জনকে চিহ্নিত করেছিল লাহোরের সন্ত্রাসদমন আদালত।
এদের মধ্যে তিনজন বর্তমানে জামিনে রয়েছে। বাকি তিনজন কোট লখপত জেলে বন্দি। গত বছর পুলিশের গুলিতে নিহত হয়েছিল ক্রিকেট দলের ওপর হামলার মাস্টারমাইন্ড তথা এলইজে প্রধান মালিক ইশাক।
লাহোরে পুলিশের গুলিতে খতম শ্রীলঙ্কা দলের ওপর হামলায় জড়িত ৪ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2016 02:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -