লাহোর: বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে শুরু হওয়া অশান্তির পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত থাকার ইঙ্গিত মিলল।
খোদ লস্কর প্রতিষ্ঠাতা তথা মুম্বই হানার মস্তিষ্ক বলে চিহ্নিত হাফিজ মহম্মদ সঈদের দাবি, বুরহানের মৃত্যুর পর তার অন্ত্যোষ্ঠি মিছিলের নেতৃত্বে ছিল লস্কর-ই-তৈবার এক ‘আমির’। নাম আবু দুজানা। পাকিস্তানের ফয়সলাবাদের এক জনসভায় হাফিজ বলেছেন, বুরহান ওয়ানি শহিদ হয়। লাখ লাখ কাশ্মীরী তার শেষযাত্রায় যোগ দেয়। সেখানে জনতার কাঁধে এক যুবককে দেখেছেন? জানেন কি কে এই যুবক যে শেষযাত্রার নেতৃত্বে ছিল? ও লস্করের ‘আমির’।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবিও ফোন করে তাঁর সাহায্যে চেয়েছেন বলে জানান সঈদ। বলেন, আসিয়া আমায় বলেন, কোথায় আমার পাকিস্তানি ভাইয়েরা! আমরা বিপদে পড়েছি। আমি পাকিস্তানি ভাইয়ের আসিয়ার ডাকে সাড়া দিতে বলেছি। তখনই কাশ্মীরে একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনদিনে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়। ফয়সলাবাদ থেকে অনেকে কাশ্মীর গিয়েছে। প্রসঙ্গত, সঈদের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে আমেরিকা। তাঁকে সন্ত্রাসবাদী তালিকায়ও ফেলেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বুরহানের অন্ত্যোষ্ঠির নেতৃত্বে ছিল লস্করের ‘আমির’, দাবি সঈদের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jul 2016 03:56 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -