করাচি: পাকিস্তানে গুলিতে খুন হিন্দু যুবক। সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার মেহরান সামেজো গ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের বিরুদ্ধে ধর্মগ্রন্থের অবমাননার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়। অমর লাল নামে ছেলেটি মাদকাসক্ত। কয়েক মাস আগে সে ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে এলাকার একটি মসজিদে থাকত। ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ ওঠায় তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় ধর্মীয় নেতারাও এলাকার কিছু বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন। সে সময়ই মোটরসাইকেল চেপে আসা কিছু লোকজন মীরপুর মাথেলো এলাকায় একটি চায়ের দোকানের বাইরে বসে থাকা দুই হিন্দু যুবককে লক্ষ্য করে গুলি চালায়। সিনিয়র পুলিশ সুপার মাসুদ আহমেদ বঙ্গেশ জানান, গুলিতে দেওয়ান সতীশ কুমার নামে ১৭ বছরের একটি ছেলে মারা যায়। আরেকজন গুরুতর জখম হয়।
এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাথারা নিরাপত্তা, সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘোটকির সব শহরে আজ হরতাল পালিত হয়।
এদিকে অমরের কঠোর সাজা দাবি করেছে স্থানীয় ধর্মীয় সংগঠনগুলি। তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা দায়ের হয়েছে। তাকে অবশ্য অজ্ঞাত স্থানে সরিয়ে দিয়েছে পুলিশ।
পাকিস্তানে খুন সংখ্যালঘু যুবক
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jul 2016 02:45 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -