ওয়াশিংটন: লস্কর-ই-তোইবা শয়ে শয়ে নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী, যাঁদের মধ্যে আছেন মার্কিন নাগরিকরাও। বলল ওবামা প্রশাসন। ২৬/১১-র মুম্বই হামলায় জড়িত পাকিস্তানের মাটিতে শাখাপ্রশাখা বিস্তার করা জঙ্গি গোষ্ঠীটিকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় ফেলেছে রাষ্ট্রপুঞ্জও। গতকাল লস্করকে কাঠগড়ায় তুললেও তার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ সম্পর্কে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি মার্কিন বিদেশ দপ্তরের উপ মুখপাত্র মার্ক টোনার। যদিও বরাবরই মুম্বই হামলার মাথা হিসাবে হাফিজকেই চিহ্নিত করেছে ভারত।
এক প্রশ্নের জবাবে টোনার বলেন, ওর (হাফিজ সঈদ) মন্তব্য বলে যেসব কথাবার্তা শুনছি, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না। সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তোইবার সঙ্গে সংশ্রব থাকায় ওর বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা জারির জন্য ওকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির তালিকায় ফেলা হয়েছে। লস্কর ও সঈদ-উভয়কেই মার্কিন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। লস্কর অবশ্যই সন্ত্রাসবাদী হামলায় কয়েকশ নিরপরাধ মানুষ মারা যাওয়ার জন্য দোষী, যাঁদের মধ্যে মার্কিন নাগরিকও আছেন।
প্রসঙ্গত, ২০০৮-এ মুম্বই মহানগরীতে ১০ লস্কর জঙ্গির তাণ্ডবে প্রাণ হারান ১৬৬ জন। জখম হন প্রায় ৩০০। হামলার প্ল্যান তৈরি করা লস্করের অপারেশন সংক্রান্ত কমান্ডার জাকিউর রহমান লকভি বছরখানেক আগে জেল থেকে ছাড়া পেয়ে অজ্ঞাত স্থানে লুকিয়ে আছে, বাকি ৬ সন্দেহভাজন রয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। ৬ বছরের বেশি হয়ে গেল পাকিস্তানে আজও চলছে মুম্বই হানা মামলা।
শয়ে শয়ে নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী লস্কর, বলল ওবামা প্রশাসন
web desk, ABP Ananda
Updated at:
14 Oct 2016 02:39 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -