নয়াদিল্লি ও ইসলামাবাদ: পাকিস্তানে গা-ঢাকা দিয়ে রয়েছে ১৯৯৩-র মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলার চক্রী দাউদ ইব্রাহিম। লুকিয়ে থাকলেও তার দাদাগিরি-র অবশ্য কোনও খামতি নেই। এবার আন্ডারওয়ার্ল্ডের এই ডনের হুমকির মুখে পড়লেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এমনটাই সূত্রের খবর। দাউদ আফ্রিদিকে হুমকি দিয়ে বলেছে, ‘মুখ বন্ধ রাখো, নাহলে ফল ভুগতে হবে’। আসলে দাউদের আত্মীয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের সঙ্গে সম্প্রতি বিবাদ বেঁধেছে আফ্রিদির। এই দুই ক্রিকেটারের মধ্যে ম্যাচ ফিক্সিং নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দুজনের এই ঝগড় বিগত কিছুদিন ধরেই পাকিস্তানে অন্যতম আলোচ্য হয়ে উঠেছে।
পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়কের ঝগড়ায় ঝাঁপিয়ে পড়েছে দাউদ। সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, গত ১২ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে দাউদ নিজেই আফ্রিদিকে ফোন করে। দাউদ হুমকি দিয়ে বলে, ‘মুখ বন্ধ রাখো, না হলে তার ফল ভোগার জন্য তৈরি থাকো’।
সূত্রের খবর, আফ্রিদি চুপচাপ দাউদের কথা শুনেছেন। আফ্রিদি এখন লাহৌরে থাকেন। কিন্তু এক বছর আগে পর্যন্ত তিনি করাচিতেই থাকতেন। আর এই শহরেই গা-ঢাকা দিয়ে রয়েছে দাউদ।
উল্লেখ্য, দাউদের আত্মীয় মিঁয়াদাদের সঙ্গে আফ্রিদির বিবাদ নতুন নয়। কিন্তু সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে। আফ্রিদি ইতিমধ্যেই টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এখন সম্মানজনকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন। এ জন্য তিনি একটি ফেয়ারওয়েল ম্যাচের জন্য পাক ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন।
কিন্তু এ ব্যাপারে পাক দলের প্রাক্তন কোচ বলেন, পয়সার লোভেই এ ম্যাচের দাবি জানিয়েছেন আফ্রিদি। শুধু তাই নয়, আফ্রিদির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ তোলেন মিঁয়াদাদ। তিনি বলেন, আফ্রিদিকে নিজের মেয়ের নামে শপথ নিয়ে বলেছিলেন যে, তিনি ফিক্সিংয়ে যুক্ত নন।
এর জবাবে মিঁয়াদাদকে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন আফ্রিদি। এরইমধ্যে দাউদ আফ্রিদিকে হুমকি দিয়েছে বলে সূত্রের খবর।
এবার দেখার, আফ্রিদি এই হুমকি উড়িয়ে মিঁয়াদাদের ফিক্সিং সংক্রান্ত অভিযোগের জবাব দিতে পারেন কিনা।
আফ্রিদিকে হুমকি দাউদের!
ABP Ananda, web desk
Updated at:
14 Oct 2016 11:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -