মিয়ামি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমেরিকার ১২ বছরের এক কিশোরীর আত্মহত্যার লাইভ ভিডিও। উত্তর জর্জিয়ার সেডারটাউনের ক্যাটলিন নিকোল ডেভিস গত ৩০ ডিসেম্বর তার নিজেকে শেষ করার সময় ভিডিও লাইভ স্ট্রিমিং করে। ৪০ মিনিটের ওই ভিডিওতে কিশোরীকে একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে দেখা গিয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে তার পরিবারের সদস্য ও বন্ধুদের বিদায় জানায়। কান্না ভেজা গলায় ক্যাটলিনকে বলতে শোনা গিয়েছে, আমি এসব কিছুর জন্য দুঃখিত।
আত্মহত্যার কয়েকদিন আগেই ক্যাটলিন আরও একটি ভিডিওতে বলেছিল, পরিবারেরই এক সদস্য তাকে যৌন নিগ্রহ করেছে।
ক্যাটলিনের পরিবার ওই আত্মহত্যার পর ওই ভিডিওটি তার ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছে। কিন্তু ততদিনে ইউটিউবে ওই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার হয়ে যায়। তবে শেষপর্যন্ত ইউটিউব থেকেও ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে।
এর আগে এই ভিডিওটির ইন্টারনেটে ছড়িয়ে পড়া আটকাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বার্তা যায় পোক কান্ট্রি পুলিশের কাছে। এ ব্যাপারে পোক কান্ট্রি পুলিশের প্রধান কেনি ডোড স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেন, ভিডিও-র ওই প্রচার আটকাতে তাঁদের কিছু করার নেই। তবে ভিডিওটি অন্যদের ওপর খারাপ ও ক্ষতিকারক প্রভাব ফেলছে এই মর্মে ভিডিওটি সরিয়ে দিতে বিভিন্ন সোশ্যাল সাইটকে অনুরোধ করা হয়।