নয়াদিল্লি: আগে ছিল জামা-কাপড় ও দোপাট্টা, এখন সেই জায়গা নিয়েছে ‘ক্যালিফোর্নিয়া আমন্ড’। জম্মু-কাশ্মীর সীমান্তের দুই পারে এই বাদামের ব্যবসার মাধ্যমে পাওয়া অর্থ চলে যাচ্ছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর কাছে। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) রিপোর্ট এমনই বলছে। শুধু রিপোর্ট দেওয়াই নয়, মামলাও দায়ের করেছে এনআইএ। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সলামাবাদের বাণিজ্য কেন্দ্র এবং জম্মুর পুঞ্চ জেলার চকন-দা-বাগ অঞ্চলে তল্লাশিও চালানো হয়েছে।
ভারত ও পাকিস্তানের সীমান্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী, বিনিময় প্রথার মাধ্যমে দু পারে উৎপন্ন হওয়া পণ্য আমদানি-রফতানি করা হয়। সম্প্রতি বাদাম-বাণিজ্যের পরিমাণ বেড়ে গিয়েছে। ‘ক্যালিফোর্নিয়া আমন্ড’ বিনিময় সংক্রান্ত বহু নথি উদ্ধার করেছে এনআইএ। সেইসব নথি খতিয়ে দেখা হচ্ছে।
এনআইএ সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের ব্যবসায়ীরা বাদাম আমদানি-রফতানি করছেন। এই বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জঙ্গিদের সাহায্য করা হচ্ছে। অবৈধভাবে এই বাণিজ্য চলছে। সেই কারণেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এখন কাশ্মীরে জঙ্গিদের আয়ের উৎস ‘ক্যালিফোর্নিয়া আমন্ড’
Web Desk, ABP Ananda
Updated at:
21 Dec 2016 09:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -