মেক্সিকো:মেক্সিকোর জনপ্রিয় বাজি বাজারে ভয়াবহ আগুন। ঘটনায় মৃত্যু ৩১ জনের, আহত ৭০। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে দশকের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের জন্যে মেক্সিকো শহরের স্যান প্যাবলিটো বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মেক্সিকো শহর থেকে ৩২ কিমি উত্তরে অবস্থিত এই বাজি বাজারটি।


ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দল। তুলতেপেক-এর জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার প্রধান ইসিড্রো স্যানচেজ জানিয়েছেন, এখনও অবধি মৃতের সংখ্যা যা পাওয়া গেছে, সেটা প্রাথমিক উদ্ধারকাজের ওপর ভিত্তি করে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে। বাজি বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্যেই এতজনের মৃত্যু বলে জানিয়েছেন তুলতেপেকক-এর উদ্ধারকারী দলের প্রধান।

অগ্নিকাণ্ডের জেরে পর পর বিস্ফোরণ হয় বাজি বাজারে। এলাকার সমস্ত দোকান, বাড়ি ধ্বংস হয়ে গেছে।

এর আগে ২০০৫ সালে সেখানকার স্বাধীনতা দিবসের আগের দিন ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই বাজি বাজারে। এর ঠিক একবছর পর ফের একইরকমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই বাজারে।

মঙ্গলবারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মেক্সিকোর প্রেসিডেন্ট একটি টুইট করেছেন।