নয়াদিল্লি: মৈত্রী এক্সপ্রেসের পর এবার কলকাতা থেকে খুলনা ট্রেন চালু হচ্ছে। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেই এই ট্রেন পরিষেবার উদ্বোধন হবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর। গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে এই ট্রেন চালুর কথা ঘোষণা হয়েছিল। সেটা এবার কার্যকর হচ্ছে।


রেল মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, সম্প্রতি ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে দু দিনের বদলে এখন চার দিন চলছে। দু দেশ থেকেই যাত্রী বেড়েছে। সেই কারণেই কলকাতা-খুলনা ট্রেন চালু করা হচ্ছে। এ বিষয়ে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। ঢাকায় দু দেশের রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের আধিকারিকদের মধ্যে আলোচনাও হয়েছে। ইতিমধ্যেই এই পথে পাথরবোঝাই মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এবার যাত্রীবাহী ট্রেনও চালু হচ্ছে।