লন্ডন: গত সপ্তাহে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে যে আগুন লাগে, তার উৎস ছিল নষ্ট হয়ে যাওয়া একটা ফ্রিজ। তদন্তের পর বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানুষ খুনের অভিযোগ আনা হতে পারে। জানাল স্কটল্যান্ড ইয়ার্ড।


পুলিশ জানিয়েছে, ২৪ তলা ওই বাড়ির বাইরে ও ভেতরে যে সব কারুকাজ ছিল, সেগুলো বানানো হয় অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে। ফলে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে। ওই ঘটনায় ৭৯ জনের মৃত্যু হয়, গৃহহারা হন কয়েকশো মানুষ।

তদন্তকারীরা এখন দেখছেন, যে সব জিনিসপত্র ব্যবহার করে ওই কারুকাজ করা হয়, সেগুলোর কোনওটার ব্যবহার ব্রিটেনে নিষিদ্ধ কিনা।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত, কেউ ইচ্ছে করে ওই আগুন লাগায়নি। নষ্ট হয়ে যাওয়া একটি ফ্রিজ থেকে আগুন ছড়ায়, তার নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

১৪ তারিখের ওই দুর্ঘটনার পর ব্রিটেন জুড়ে শয়ে শয়ে বহুতলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ৮টি এলাকার অন্তত ১১টি বহুতল বিপজ্জনক বলে চিহ্নিত করেছে প্রশাসন।