নয়াদিল্লি: একটার চশমার দাম ২,৬০,০০০ ডলার! অবাক লাগছে? ব্রিটেনের নিলামে এই দামেই সম্প্রতি বিক্রি হয়েছে একটি সোনার পাত বসানো চশমা। তবে সোনার কারণে এই চশমার বিশেষ মূল্য নয়, এটি ব্যবহার করতেন খোদ মহাত্মা গাঁধী!

শুক্রবার চশমাটি বিক্রি হয়ে যাওয়ার পর পূর্ব ব্রিস্টল নিলাম কর্তৃপক্ষের তরফ থেকে ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, 'ঠিক চার সপ্তাহ আগে আমরা আমাদের লেটারবক্স থেকে এটা পাই। এক ভদ্রলোক এটি রেখে যান। তাঁর কাকাকে গাঁধীজী নিজে এই চশমাটি দিয়েছিলেন।' সেই সঙ্গে লেখা হয়, 'অমূল্য এই জিনিসটির নিলামও চমকপ্রদ হয়েছে। যাঁরা যোগদান করেছিলেন, তাঁদের ধন্যবাদ।'

জানা যায়, দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করতেন ওই ব্যক্তির কাকা। নিজের জীবনের একটা বড় সময় গাঁধীজি দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন। ১৯২০ থেকে ১৯৩০ সাল নাগাদ গাঁধীজী চশমাটি দিয়ে দিয়েছিলেন। মানুষকে সাহায্য করার জন্য এমন নিজের সামগ্রী বিলিয়ে দিতেন তিনি। পূর্ব ব্রিস্টল নিলাম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যে ব্যক্তি এই চশমাটি দিয়েছিলেন তিনি বলেছিলেন, এটি কাজে না লাগছে ফেলে দিতে। এই চশমার সঠিক দাম জানলে তিনি চমকে উঠতেন।